
শাওমি স্মার্টফোনের ঈদ অফার (Xiaomi ঈদ সেলামি)
ঈদ উপলক্ষে শাওমি (Xiaomi) কিছু অফার চালু করেছে। শাওমির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদ উপলক্ষে Mi A1, Redmi Note 5A Prime, Mi Max 2, Redmi Note 4 স্মার্টফোন কিনলেই ঢাকা-ব্যাংকক-ঢাকা এয়ার টিকিট অথবা সর্বোচ্চ ১০ হাজার টাকা ক্যাশব্যাক এবং জিপি স্টোর থেকে কিনলে ৪ জিবি ইন্টারনেট পাওয়া যাবে।
শাওমি সোলার ইলেক্ট্রো বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী দেওয়ান কানন বলেন, শাওমি ফ্যানদের জন্য ঈদ উপলক্ষে এই অফার চালু করা হয়েছে এবং স্মার্টফোন গুলোর ২ বছর অফসিয়াল ওয়ারেন্টি দেওয়া হবে।
এই সুবিধা পেতে স্মার্টফোন কেনার পর নিচের পদ্ধতিগুলো অনুসরণ করতে হবেঃ
- আপনার সদ্য ক্রয়কৃত শাওমি ফোনটিতে ইন্টারনেট সংযোগ নিশ্চিত করুন এবং এই পদ্ধতি অনুসরণ করুন “Settings > Additional Settings > Privacy” এবং “Unknown Sources” সচল করে নিন।
- “Browser” App টি চালু করুন।
- নির্দেশিত স্থানে ক্লিক করে, QR কোডটি স্ক্যান করুন।
- “Go To Website” এ ক্লিক করুন।
- “MiOffer” App টি ডাউনলোড করার জন্য “OK” ক্লিক করুন। অথবা এখানে ক্লিক করে সরাসরি ডাউনলোড করুন।
- App টি ইন্সটল করার জন্য “Install” ক্লিক করুন।
- App টি ইন্সটল হবার পরে “Open” ক্লিক করুন।
- App টি সচল করার জন্য “Allow” ক্লিক করুন।
- App টি চালু হবার পর নির্দিষ্ট স্থানে “Retailer Code” এবং আপনার “Phone Number” দিন। আপনার সিমটি প্রিপেইড হলে “Prepaid” অথবা পোস্টপেইড হলে “Postpaid” সিলেক্ট করুন এবং “Check Offer” এ ক্লিক করুন।
- অল্প সময়ের মধ্যেই SMS এর মাধ্যমে আপনি আপনার ক্যাশব্যাক অফারটি জানতে পারবেন।