১. windows + (,) কমা চাপলে Desktop চলে আসবে। এবং ছেরে দিলে আবার আগের অবস্থাই চলে আসবে।
২। windows + R চাপলে RUN command চলে আসবে।
৩। windows + (.) চাপলে window ডান অথবা বাম পার্শে থাকবে।
৪। windows + x কুইক এক্সেস মেনু ওপেন হবে।
৫। windows + I চাপলে সেটিং মেনু চলে আসবে।
৬। windows + M সব কিছু মিনিমাইজ হয়ে ডেক্সটপ চলে আসবে।
৭। windows + D চাপলে ডেক্সটপ চলে আসবে। আর একবার চাপলে আগের অবস্থাই ফিরে আসবে।
৮। windows + Q চাপলে সকল আপ্লিকেশন সার্চ করার অপশন আসবে।
৯। windows + W চাপলে সিস্টেম সেটিং সার্চ করার জন্য মেনু চলে আসবে।
১০। windows + F চাপলে ফোল্ডার বা ফোল্ডার সার্চ এর জন্য মেনু চলে আসবে।
Tips গুলা আপনাদের অনেক কাজে আসবে আশা রাখছি।