Which type’s question will be used in exam.
Learn Free Graphic Design শ্লোগানে যে ২০ জন ফ্রী কোর্স করতে পারবে এবং সবাইকে যে একটা কুইজ টেস্ট নেওয়া হবে, সেখানে কি ধরনের প্রশ্ন থাকবে এটা নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন । আমি সকলেকে এই বিষয়টা পরিস্কার করে দেওয়ার জন্য এই পোস্টটি লিখলাম ।
যে ধরনের প্রশ্ন থাকবেঃ * বাংলাদেশ সম্পর্কিত, *১৯৭১ সম্পর্কিত, *ক্রিকেট খেলা, *ফুটবল খেলা, *গনিত, *ইংলিশ গ্রামার, *সাধারন জ্ঞান, *আন্তর্জাতিক, *বিজ্ঞান সহ আরও কিছু প্রশ্ন । সব মিলিয়ে ৪০ টি MCQ থাকবে, প্রতিটি প্রশ্নে থাকবে ১ টি করে পয়েন্ট । মোট ৪০ টি প্রশ্নে ৪০ পয়েন্ট এখান থেকে ৩৬ টা সঠিক দিলে আপনার A গ্রেড আসবে এবং ৪০ টি সঠিক উত্তর দিতে পারলে A+ আসবে ।
আপনাকে এই পরীক্ষায় আটেন্ড করতে হলে, অবশ্যই আমাদের ওবসাইটে সাইন আপ করতে হবে । সাইন আপ করতে এখানে ক্লিক করুন । সাইন আপ করা হলে অবশ্যই মেইল চেক করবেন ।
প্রশ্ন কতটুকু কঠিন বা সহজ হতে পারে । প্রশ্ন খুবই সহজ এবং সাবলীল । নিচে একটা প্রশ্ন ফাস করে দেওয়া হল । উক্ত ৪০ টি প্রশ্নের মধ্যে এটি একটি । অনুরুপ ভাবে সকল প্রশ্নগুলোই এমন সহজ ।
পরিক্ষা দিতে হলে আপনাকে অবাক গ্রাফিক ডিজাইন এর ওয়েবসাইটে সাইন আপ করতে হবে ।
এবং এখনো যারা এই কোর্সের প্রাথমিক রেজিস্ট্রেশন করেন নি, তারা রেজিস্ট্রেশন করতে এই লিঙ্কে ক্লিক করুন http://bit.ly/freegraphicdesign