১ম সম্পাদনা: ২০ ডিসেম্বর ২০২২
ড্রপ আউট ও সার্টিফিকেট
- আপনি যদি টানা ৩-৪ টা ক্লাস অনুপস্থিত থাকেন তাহলে আপনাদের আপনার রানিং ব্যাচ থেকে ড্রপ আউট করে দেওয়া হবে। তবে যদি আপনার ক্লাস মেন্টর এর মাধ্যমে ইমেইল করার মাধ্যমে ক্লাস কন্টিনিউ করার অনুমতি নিতে পারেন তাহলে উক্ত ব্যাচেই ক্লাস করতে পারবেন অথবা ড্রপ আউট হয়ে যাবেন।
- ড্রপ আউট হয়ে গেলে আপনি ব্যাচ ট্রান্সফার করে অন্য ব্যাচে ক্লাস করতে পারবেন। তবে আপনাকে ৮৫০ টাকা ব্যাচ ট্রান্সফার ফি বা মাশুল দিতে হবে।
- সার্টিফিকেট পেতে হলে অবশ্যই আপনাকে ৭০% ক্লাস ও এসাইনমেন্ট সম্পূর্ন করতে হবে। আপনার ক্লাস মেন্টর আপনার সার্টিফিকেট কনফার্ম করবেন।
- ক্লাস শেষ হওয়ার পরবর্তি ৭ কর্ম দিবসের ভিতর আপনার ইমেইলে সার্টিফিকেট এর PDF কপি মেইল করে দেওয়া হবে। কোন কারনে ইমেইল না পেয়ে থাকলে টেক এসেন্ট এর ফেসবুক পেজ অথবা লাইভ চ্যাট এ যোগাযোগ করবেন।
পেমেন্ট ও রিফান্ড পলিসি
- আপনি আমাদের যে কোন মেথডে পেমেন্ট করতে পারবেন। ক্যাশ, মোবাইল ব্যাংক এবং ব্যাংক।
- আমাদের সকল কোর্স এর ফি এক কালিন প্রদান করতে হবে। (যদি কোন কারনে পার্শিয়াল পেমেন্ট এর সুযোগ দেওয়া হয় তবে ১ম পেমেন্ট করার পরবর্তি ১২ কর্ম দিবসের ভিতর বাকি পেমেন্ট প্রদান করতে হবে অন্যথায় আপনার ভর্তি বাতিল বলে গন্য হবে)
- ভর্তিকৃত কোন অর্থ রিফান্ড করা হবেনা।