Last Date of Registration & Get your Exam.
রেজিস্ট্রেশন এর শেষ সময় ০৩ জানুয়ারি বিকাল ৪ টা পর্যন্ত । বিকাল ৪ টার পর আর কেউ এই সুযোগ এর আওতায় রেজিস্ট্রেশন করতে পারবেন না । সুতরাং যারা এখনো রেজিস্ট্রেশন করেন নি বা করবেন ভেবেছেন । তারা এখনি রেজিস্ট্রেশন করে ফেলুন । প্রাথমিক রজিস্ট্রেশন লিঙ্কঃ http://bit.ly/freegraphicdesign
৩ জানুয়ারী রাত ৮ টায় অনলাইনে পরিক্ষা শুরু হবে । পরীক্ষায় অংশ নিতে হবে www.obakgd.org এর সাইন আপ করে মেম্বার হতে হবে । তারপর আমরা মেইলে আপনাকে পরিক্ষার লিঙ্ক দিয়ে দিব এবং ফেসবুক ইভেন্ট, গ্রুপ এবং পেজে লিঙ্কটা শেয়ার করা হবে । এখানে পরিক্ষা দিয়ে আপনি প্রথম ২০ জনের একজন হতে পারেন এবং গ্রাফিক ডিজাইনের ফ্রী কোর্সটি করতে পারেন । এবং আপনি যদি প্রথম ২০ জনের একজন নাউ হতে পারেন তবে আপনি শুধু রেজিস্ট্রেশন চার্জ দিয়ে এই কোর্সে অংশ নিতে পারবেন । রেজিস্ট্রেশন চার্জ মাত্র ১০৫০ টাকা ।
এই কোর্সটি হবে অনলাইনের মাধ্যমে অর্থাৎ আপনি বাসায় বসেই ক্লাস করতে পারবেন । ক্লাস করতে আপনাকে ৩ টা বিষয় থাকতে হবে, ১। কম্পিউটার, ২। ইন্টারনেট সংযোগ, ৩। হেডফোন । ক্লাসের সময় সপ্তাহে ৩ দিন এবং সেটা রাতে । রাতে কখন হবে এটা আপনাদের সময় অনুসারে জানিয়ে দেওয়া হবে ।
পরিক্ষার লিঙ্কঃ http://www.obakgd.org/quiz
আপডেট জানতে ফেসবুকে আমাদের সাথেই থাকুন ।
ইভেন্ট লিঙ্কঃ https://www.facebook.com/events/1654377774779022/
পেজ লিঙ্কঃ https://www.facebook.com/obak.gd/
গ্রুপ লিঙ্কঃ https://www.facebook.com/groups/obakgd/
এছারাও আরও জানতে কল করুন 01671410831 অথবা মেইল করুন obakgd@gmail.com