How can you join online live class at your home.
যেভাবে অবাক গ্রাফিক ডিজাইন সেমিনারে অংশ নিতে আপনার টিমভিউয়ার সফ্টওয়্যারটি দরকার, ক্লাসের জন্য আমরা সাধারণত টিমভিউয়ার ভার্সন-১০ এর সর্বশেষ ভার্শন ব্যবহার করি। এর পূর্ববর্তি যেমন:৭, ৮ কিংবা ৯ হলে হবে না। তাই আপনাকে মাত্র ৬ এমবি সাইজের এই সফ্টওয়্যারটি ডাউনলোড করতে হবে । থেকে সফ্টওয়্যারটি ডাউনলোড করার পর, ডাউনলোডকৃত ফাইলটি ডাবল ক্লিক করে ওপেন করুন, এরপর how do you want to use teamviewer use teamviewer এখানে Personal/non-commercial সিলেক্ট করে Accept-finish বাটনে ক্লিক করুন ।সেটআপ হওয়ার পর টিমভিউয়ার ওপেন হবে।
এবার চিত্রের মত Meeting বাটনে ক্লিক করুন। এরপর ডানপশে Meeting ID এর জায়গায় আমাদের দেওয়া মিটিং আইডিটি দিন(ক্লাস শুরুর ১০ মিনিট আগে মেইলে অথবা আপনার স্কাইপে মিটিং আইডি জানানো হবে)। Your name এই জায়গায় আপনার রেজিস্ট্রেশনে দেওয়া নাম দিন। Join meeting এরপর জয়েন মিটিং এ ক্লিক করলেই আপনি আমাদের মিটিং এ অংশ নিতে পারবেন।
বিঃ দ্রঃ একটি মিটিং আইডি কেবল একটি সেশন/ক্লাস/মিটিং এর জন্য অর্থাৎ একবারের জন্য প্রযোজন্য, প্রতিটি ভিন্ন ভিন্ন ক্লাস/সেশনের জন্য আইডি ভিন্ন হয়। একটি মিটিং/ক্লাস শেষ করলে ঔই আইডি আর কাজ করবে না।
9 Comments
অনেক ভালো একটা কাজ । ভালো লাগলো সফল হবেন আশা করি এবং মানুষ উপকৃত হবে ।
ধন্যবাদ, আশা করি সাথে থাকবেন 🙂
হ্যালো, আমি শিখতে চাই। কি করব।
কল করুন আমাদের ০১৬৭১৪১০৮৩১