জিপি ফ্রি ইন্টারনেট ব্যবহার করুন আরামছে!!! ১১০% কার্যকরী! [GP Free Net Update]
নিয়ে এলাম জিপি ফ্রি ইন্টারনেট। আপনারা সবাই ফ্রি ইন্টারনেট চালাইয়েছেন। আবার জিপিতেও ফ্রি চালাইয়েছেন। কিন্তু জিপিতো ফ্রি ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল। ওরা ব্যাক কিউরি এবং প্রক্সি বন্ধ করে দিয়েছিল। কিন্তু ফ্রি ইন্টারনেট চালানোর অনেক পদ্ধতি আছে। তার মধ্যে বর্তমানে ভিপিএন (VPN) দিইয়ে ফ্রি ইন্টারনেট চালানো যাচ্ছে। এই পদ্ধতিতে 2G, 3G এবং 4G নেটওয়ার্ক এর আওতাভুক্ত সকল অ্যান্ড্রয়েড ব্যাবহারকারীরা ফ্রি ইন্টারনেট চালাতে পারবেন।
প্রতিদিন সর্বচ্চো ৫০০ মেগাবাইট পর্যন্ত চালানো যাবে। তবে ৫০০ মেগাবাইট এর বেশি ফ্রি নেট ব্যাবহার করতে চাইলে ভিপিএন অ্যাপ এর কিছু ট্রিক ব্যাবহার করতে হবে। তাহলে আনলিমিটেড ফ্রি ইন্টারনেট চালানো যাবে। আনলিমিটেড ফ্রি ইন্টারনেট ট্রিক পেতে ব্লগে বেশি বেশি করে ভিজিট করুন।
জিপি ফ্রি ইন্টারনেট ট্রিকঃ
ট্রিক বলতে কিছুই না 😂
শর্ত সমুহঃ আপনার মোবাইল সিমে একাউন্ট ব্যালেন্স এবং ইন্টারনেট ব্যালেন্স থাকা যাবে না।
চলুন শুরু করা যাক। প্রথমে Wi-Fi দিয়ে SkyVPN নামের জনপ্রিয় অ্যাপটি নিচের লিংক থেকে ডাউনলোড করে নিতে হবে।
ডাউনলোড লিংকঃ এখানে ক্লিক করুন
অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে ইন্সটল করে চালু করতে হবে। চালু হওয়ার সময় নিচের মতন দেখাবে।
চালু হয়ে গেলে নিচের মতন দেখতে পারবেন।
Basic বাটন বামে সরিয়ে Premium করতে হবে। বাটনে চাপ দিলেই নিচের মতন দেখতে পারবেন। এরপর Upgrade বাটনে ক্লিক করতে হবে।
আপগ্রেড হয়ে গেলে নিচের মতন United States লেখার উপরে ক্লিক করে সার্ভার লিস্টএ যেতে হবে।
এরপর সার্ভার লিস্ট থেকে Japan সিলেক্ট করতে হবে।
বিঃদ্রঃ এই পর্যন্ত আপনাকে অবশ্যই Wi-Fi অথবা মেগাবাইট ব্যাবহার করতে হবে।
এরপর Connect বাটনে চাপ দিতে হবে।
Connect বাটনে ক্লিক করার পর নিচের ছবির মতন দেখাবে। সেখানে সব লেখা পড়ুন এবং I See লেখার উপরে চাপ দিতে হবে।
এরপর নিচের ছবির মতন I trust this application লেখার বামে টিক চিহ্ন দিয়ে OK বাটনে চাপতে হবে।
OK বাটনে চাপ দেওয়ার পর ভিপিএন কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হয়ে নিচের মতন দেখতে পারবেন।
কাজ শেষ। এখন অ্যাপটি মিনিমাইজ করে আরামছে ফ্রি ইন্টারনেট ব্যাবহার করুন। কাজ শেষে Disconnect বাটনে ক্লিক করতে হবে।
ফ্রি নেট এর এই পরীক্ষা আমি অ্যান্ড্রয়েড কিটক্যাট এ 3G নেটওয়ার্ক দিয়ে পরীক্ষা করে দেখেছি। তাহলে বুঝতেই পারছেন অ্যান্ড্রয়েড এর সকল ভার্সনে এই ট্রিক কাজ করবে।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন।
“নিজে জানুন, অন্যকে জানান”