Tech Ascent BD এর শিক্ষার্থীদের নিয়ে এই ভিজিট ট্যুর এর আয়োজন। নতুন বা পুরাতন যে কোন ব্যাচ এর শিক্ষার্থীরা এই ট্যুরে অংশগ্রহন করতে পারবে।
তারিখঃ ২০ এপ্রিল, (শুক্রবার) ২০১৮ ইং
আমরা সকাল ৯ টায় মিট করবো, তারপর একটু গল্প ও আড্ডা শেষ করে উদ্দেশ্য হাসিল করবো।
মিট পয়েন্টঃ নীলক্ষেত পুলিশ ফাঁড়ির প্রধান গেইট
সময়ঃ সকাল ১০ঃ০০ ঘটিকার মধ্যে এসে পৌছাতে হবে
প্রেস ভিজিটঃ ১০ঃ৩০ মিনিটে আমরা বিভিন্ন প্রকার প্রিন্টিং মেশিন দেখব ও কাজ জানব
ঘুরাঘুরি শেষ করে আমরা হালকা খাবার (চা, কফি) খাব। ক্যারিয়ার বিষয়ক আলোচনা সহ থাকছে অনেক কিছু।
আপনি সাথে যা বহন করতে পারবেনঃ ক্যামেরা, মোবাইল, কলম, নোটপ্যাড
অংশগ্রহন করতে চাইলে এখনি রেজিট্রেশন করুনঃ https://goo.gl/forms/iYNPb8NkRPzUelhu2
বিঃ দ্রঃ আপনি এই ফর্মটি ফিলাপ করতে যাচ্ছেন, অর্থাৎ আপনি ১০০% সিউর এই ইভেন্টে অংশগ্রহন করবেন।