৯ম ব্যাচ শুরুর আগে Tech Ascent BD Team সিদ্ধান্ত নিয়েছিলো ২৬শে মার্চ, ২০১৮ ইং তারিখে পথশিশুদের নিয়ে একটা ছোট আয়োজন করবে। অর্থাৎ ন্যূনতম ৫০ জন পথশিশু/পথচারীদের দুপুরের একবেলা পেট ভরে খাওয়াবে। টেক অ্যাসেন্ট বিডি টিম সহ সকল শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে আগামী ২৬ মার্চ অর্থাৎ স্বাধীনতা দিবসে পথশিশু/পথচারীদের নিয়ে দুপুরে এই আয়োজন সম্পন্ন করা হবে, ইনশাআল্লাহ্।
Tech Ascent BD এর সকল শিক্ষার্থীঃ
আপনারা চাইলে আমাদের সাথে আর্থিক ও সশরীরে অংশীদার হতে পারেন।
Tech Ascent BD এর সকল শিক্ষকঃ
আপনাদের অবশ্যই আমাদের এই ইভেন্টে সশরীরে উপস্থিত থাকতে হবে।
এছাড়াও সকল শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ী যারা আছেন, আপনারাও আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন। সেটা হতে পারে আর্থিক ভাবে অথবা ভলেন্টিয়ার হিসাবে আমাদের পাশে থেকে।
স্থানঃ ধানমণ্ডি লেক (৩২ নং সড়ক)
সময়ঃ দুপুর ১২ঃ০০ টা থেকে দুপুর ২ঃ০০ টা পর্যন্ত।
যে কোন প্রয়োজনেঃ ০১৬৭১৪১০৮৩১ (আশিক)