
আপনার ব্লগের ডেশবোর্ডে সব ধরনের নিউজ দেখে নিন বা Add করুন খুব সহজে পদ্ধতিতে!!!!
আসসালামুআলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভাল আছেন। অনেক দিন আপনাদের কাছে ফিরে আসলাম একটা গুরুত্বপূর্ণ পোস্ট নিয়ে। এই পোস্টটা আপনাদের অবশ্যই কাজে লাগবে বলে তাই আমার এই পোস্ট করা। যাই হোক কথা না বাড়িয়ে কাজে আসা যাক।
১। প্রথমে এখান থেকে আপনার ব্লগারে গিয়ে সাইন ইন করুন।
২। তারপর সাইন ইন করার পর নিচের মত একটা ব্লগার ডেশবোর্ড দেখা যাবে।
৩। ডেশবোর্ড আসার পর ডেশবোর্ডের বাম পাশে নিচের চিত্রের ন্যায় Add button এ ক্লিক করুন।
৪। তারপর নিচের মত একটা ডায়ালগ বক্স আসবে।
৫। এই ডায়ালগ বক্স থেকে Add Form Url এর Text box যে কোন ব্লক সাইট বা নিউজ পেপার সাইট এর নাম দিয়ে Follow ক্লিক করুন। আর ও যদি সাইট add করতে চান তাহলে add বাটনে ক্লিক করুন।
৬। ব্যাস কাজ শেষ। এখন ব্লগের ডেশবোর্ডের নিচে দেখতে পাবেন যে ঐ ওয়েব সাইটের content দেখা যাচ্ছে। নিচের চিত্রের ন্যায়ঃ
সবাইকে ধন্যবাদ।
বুঝতে সমষ্যা হলে
এই লিংকে এ ক্লিক করুন
যোগাযোগ করুন:
http://www.facebook.com/azizfci
http://infobdtech.blogspot.com/
1 Comment
উপকৃত হলাম ধন্যবাদ