সোনারগাঁও হোটেলে 5G সফল পরীক্ষা (গতি 4.17 Gbps)
দেশের 4G (চতুর্থ জেনারেশন) মোবাইল ফোন সেবা সফলভাবে চালু হওয়ার পর প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ 5G সামিটে এই পরীক্ষার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা একটি ডিভাইস হাতে নিয়ে সেটি হতে ডেমোনেস্ট্রেশন চালু করেন। এতে স্ক্রিনে গতি মাপার মিটারে ফাইভজির গতি 4.17 Gbps পর্যন্ত উঠতে দেখা যায়। চীনের টেলিকম বিক্রেতার হুয়াওয়ের প্রযুক্তিগত সহায়তায় এই পরীক্ষা চালানো হয়। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন হুয়াওয়ের নামে এক সপ্তাহের জন্যে ৮০০ মেগাহার্টজ স্পেকট্রামও বরাদ্দ দেয়। এই সময়ের মধ্যে ২৭,৫৫৫ থেকে ২৮,৩৫৫ ব্যান্ডে স্পেকট্রাম ব্যবহার করার জন্য চীনা টেলিকম দৈত্যকে ৫ লাখ টাকা দিতে হবে।
২০১৩ সালে বাংলাদেশ থ্রিজি বিশ্বের মধ্যে প্রবেশ করেছে। এই বছরের ১৯ ফেব্রুয়ারি এর আগে, “ডিজিটাল বাংলাদেশ” এর একটি নতুন অধ্যায় দেশের 4G মোবাইল ইন্টারনেট প্রবর্তনের মাধ্যমে শুরু হয়েছিল।