41st BCS Question and Solution
সাধারণ জ্ঞান: বাংলাদেশ বিষয়াবলী অংশের সমাধান
১। বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর বিষয় = তত্তাবধায়ক সরকার
২। সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলের অপব্যবহার করা হয় = ৪র্থ
৩। কোন উপজাতিটির আবাস্থল ‘ বিরিশি; নেত্রকোনায় = গারো
৪। বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ভারসাম্য রক্ষা হয় = IMF –এর বেইল আউট প্যাকেজ
৫। অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয় =শশাঙ্ক
৬। বঙ্গভঙ্গ রদ কে ঘোষণা করেন = সম্রাট পঞ্চম জর্জ
৭। ঢাকা শহরের গোড়াপত্তন হয় =মুঘল আমলে
৮। স্টিভ চেন ও চাডলির সাথে যৌথভাবে কোন বাংলাদেশি ইউটিউব প্রতিষ্ঠা করে = জাবেদ করিম
৯। পাকিস্তান কবে বাংলাদেশেক একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে = ২২ ফেব্রুয়ারি, ১৯৭৪
১০ । বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা কে ? = বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
41st BCS Question and Solution
১১ । সংবিধানের কত অনুচ্ছেদে বৈদেশিক নীতি = ২৫
১২। বাংলাদেশের সর্ব দক্ষিণে = সেন্টমার্টিন
১৩। বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী রাজ্য = ৫টি
১৪। কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ বাংলাদেশে এনে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয় ? = বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের।
১৫। কে বীরশ্রেষ্ঠ নয় = মুন্সি আব্দুর রহিম
১৬। বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন করে হয় = ৭ মার্চ ১৯৭৩
১৭। প্রান্তিক হৃদ কোথায় = বান্দরবান
১৮। লাহোরে অনুষ্ঠিত ওআইসি শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু যোগদান করে = ২২-২৪ ফেব্রুয়ারি
১৯। বঙ্গবন্ধুক জুলিও কুরি অ্যাওয়ার্ড প্রদান করা হয় = ২৩মে ১৯৭৩
২০। ঐতিহাসিক ছয় দফায় যে দাবিটি ছিল = স্বতন্ত্র মুদ্রা ব্যবস্থা
41st BCS Question and Solution
২১। মাৎসনায় বাংলার কোন সময়কাল = ৭ম-৮ম
২২। বাংলার কোন সুলতানের শাসনামলকে স্বর্ণযুগ বলা হয় =আলাউদ্দিন হোসেন শাহ
২৩। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কে অগ্রণী ভূমিকা পালন করে = নওয়াব আব্দুল লতিফ
২৪। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী = খাজা নাজিমউদ্দিন
২৫। আলুটিলা প্রাকৃতিক গুহা কোথায় = খাগড়াছড়ি
২৬। বাংলার সেন বংশের শেষ শাসন কর্তা = লক্ষণ সেন
২৭। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম = পুণ্ড্র
২৮। কাগমারী সম্মেলন অনুষ্ঠিত হয় = সন্তোসে
২৯। মুক্তিযুদ্ধকালে কোলকাতার ৮ , থিয়েটার রোডে বাংলাদেশ বাহিনী কখন গঠন করা হয় = ১১ এপ্রিল, ১৯৭১
৩০ । কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য = ৭ (খ)
সাধারণ জ্ঞান: আন্তর্জাতিক অংশের সমাধান
১। শান্তিতে নোবেল -২০১৯ যে কারণে = ইথিওপিয়া ও ইরিত্রিয়ার সীমান্ত চুক্তি
২। রোহিঙ্গা গণহ্যার রায়ে = চারটি নির্দেশনা
৩। ইনকা সভ্যতা = দক্ষিণ আমেরিকা
৪। রাশিয়ার সামরিক ঘাঁটি বিদ্যমান = ভিয়েতনাম
৫। মুদ্রা তহবিল = ১৯৪৫
৬। ফিনল্যান্ডের কলোনী ছিল = সুইডেন
৭। এশিয়া – আফ্রিকাকে পৃথককারী প্রণালি = বাব এল মানদেব
৮। কলকাতা থেকে দিল্লিতে রাজধানী = ১৯১২
৯। করোনাকে প্যানডেমিক ঘোষণা = বিশ্ব স্বাস্থ্য সংস্থা
১০। ডেমোক্রাটিক দলের মনোয়ন পেতে ডেলিগেট প্রয়োগন = ১৯৯১
41st BCS Question and Solution
১১। টি আই যে দেশের সংস্থা = জার্মানি
১২। Weapon of Mass Destruction (WMD)
১৩। ক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা দ্য ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট (ডাব্লিউজেপি) গতকাল বুধবার ‘আইনের শাসন সূচক-২০২০’ শীর্ষক প্রতিবেদনে শীর্ষ দেশ = ডেনমার্ক
১৪। বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে কোন সংস্থা ? = জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আঙ্কটাড
১৫। রোহিঙ্গা গণহত্যার মামলা করে = গাম্বিয়া
১৬। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে = সিয়েরা লিওন
১৭। জাতিসংঘ নামকরণ করে = রুজভেল্টে
১৮। কোন মুসলিম দেশ ন্যাটোর সদস্য = তুরস্ক
১৯। ন্যাটো কবে প্রতিষ্ঠতি হয় = ১৯৪৯
২০। জার্মানীর প্রথম নারী চ্যান্সেলর = এঞ্জেলা মারকেল
41st BCS Question and Solution: বাংলা অংশের সমাধান
১। ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রুপ = ফলা
২। পাচলিকার হিসেবে সর্বাধিক খ্যাতি কার ছিল = দাশরথি
৩। চারণকবি হিসেবে বিখ্যাত কে ? = মুকুন্দদাস
৪। রবীন্দ্রনাথ ঠাকুরের ’নষ্টনীড়’ গল্পের একটি বিখ্যাত চরিত্র = চারুলতা
৫। উপমান কর্মধারয় সমাসের উদাহরণ = শশব্যস্ত
৬। অপিনিহিতির উদাহরণ কোনটি = আজি> আইজ
৭। কুসীদজীবী বলতে বোঝায় = সুদখোর
৮। অভাব অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি = আলুনি
৯। বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন কে? = রামচন্দ্র বিদ্যাবাগীশ
১০। সবচেয়ে কম বয়সে কোন লেখক বাংলা একাডেমি পুরস্কার পান = সৈয়দ শামসুল হক
41st BCS Question and Solution
১১। বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস = চোখের বালি
১২। জেল জীবন কেন্দ্রিক উপন্যাস = গঙ্গা
১৩। ডিঙি টেনে বের করতে হবে । কোন ধরনের ব্যাকের উদাহরণ = ভাববাচ্য
১৪। বাংলা সাহিত্যে কালকুট নামে পরিচিত = সমরেশ মজুমদার
১৫। পরানের গহীন ভিতর –কাব্যের রচয়িতা = সৈয়দ শামসুল হক
১৬। ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা = স্মৃতিস্তম্ভ
১৭। এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো – এ বাক্য কোন ধরনের =নির্দেশাত্মক
১৮। ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধানের নমই = বাক্যতত্ত্ব
১৯। কোন বানানটি শুদ্ধ = মনঃকষ্ট
২০। প্রচুর+ য= প্রাচুর্য কোন প্রত্যয় = তদ্ধিত
41st BCS Question and Solution
২১। সব কিছু নষ্টদের অধিকারে যাবে- গ্রন্থটির রচয়িতা কে ? = হুমায়ুন আজাদ
২২। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক = কী চাহ হে শঙ্কচিল
২৩। তেভাগা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস কোনটি ? = নাঢ়াই – শওকত আলী
২৪। কাজী নজরুল ইসলামের মোট ৫টি গ্রন্থ বিভিন্ন সময়ে বৃটিশ উপনিবেশিক সরকার বাজেয়াপ্ত করে । কোন বইটি বাজেয়াপ্ত হয় ? = বিষের বাঁশি
41st BCS Question and Solution
২৫। চর্যাপদের টীকাকারের নাম কী ? = মুনিদত্ত
২৬। কোন বানানটি শুদ্ধ ? = স্বত্ব
২৭। ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের পটভূমিকায় লেখা উপন্যাস = চিলেকোটার সিপাই ।
২৮। জীবনী সাহিত্য ধারা গড়ে ওঠে = শ্রীচৈতন্যদেব
২৯। গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকাটি কোন স্থান থেকে প্রকাশিত হয় = কুষ্ঠিয়া জেলা র কুমার খালী
৩০। ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর প্রতিবাদে কোন উপচার্য পদত্যাগ করেছিলেন ? = বিচারপতি আবু সাঈদ চৌধুরীকে
41st BCS Question and Solution
৩১। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে মুক্তিযুদ্ধ নিয়ে একটি উপন্যাস রচনা করেছেন যা ১৯৭২ সালে প্রকাশিত হয়। উপন্যাসটির নাম কী ? = ১৯৭১
৩২।সোমেত্ত শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে = সমর্থ
৩৩। নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে কী বলে ? = অক্ষর
৩৪। ইংরেজি ভাষায় জীবনানন্দ দাশের ওপর গ্রন্থ লিখেছেন = ক্লিনটন বি সিলি
৩৫। বাবা ছেলের দীর্ঘায়ু কামনা করলেন – এই পরোক্ষ উক্তির প্রত্যক্ষ হবে = বাবা ছেলেকে বললেন, ‘’তুমি দীর্ঘজীবী হও’’।
ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা অংশের সমাধান
১। বেঙ্গল ফ্যান ভূমিরুপটি কোথায় অবস্থিত? = বঙ্গোপসাগরে
২। একই পরিমাণ বৃষ্টিপাত অঞ্চলসমূহকে যে কাল্পনিক রেখার সাহায্যে দেখানো হয় তার নাম = আইসোহাইট
৩। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি = পুন্ড্রবর্ধন
৪। নিচের কোনটি সত্য নয় = গোবী মরুভূমি ভারতে অবস্থিত
৫। দক্ষিণ গোলার্ধে উষ্ণমাস কোনটি ? = জানুয়ারি
৬। UDMC = Union Disaster Management Committee
৭। মার্বেল কোন ধরনের শিলা = রুপান্তরিত
৮। মধ্যম উচ্চতার মেঘ কোনটি ? = স্ট্রেটাস
৯। ২০১৫ সালের প্যারিস চুক্তির সাথে সম্পর্কিত বষিয় = জলবায়ু পরিবর্তন হ্রাস
১০। বঙ্গবন্ধু দ্বীপ কোথায় অবস্থিত? = সুন্দরবনের দক্ষিণে
কম্পিউটার এবং তথ্যপ্রযুক্তি অংশের সমাধান
১। সঠিক নয় (A+B)’=A’+B’
২। apache is one type of http server/ Web server
৩। Microsoft IIS হচ্ছে web server
৪। ব্লুটুথ ১০-১০০ মিটার
৫। NAND
৬। যোগাযোগ দূরত্ব সবচেয়ে কম bluetooth এর
৭। ক্লাউড কম্পিউটিং এর সার্ভিস মডেল – সবগুলো
৮। স্টার টপোলজি তে হাব ব্যবহার করা হয়।
৯। API Stands for Application Programming interface
১০। Oracle Antivirus নয়
41 BCS Question and Solution
১১। machine Language binary code – এ লিখা হয়
১২। RFID Radio Frequency Identification
১৩। 100 er 1 compliment 011
১৪। কম্পিউটার বুট করতে পারে না যদি LOADER না থাকে
১৫। একটি সিস্টেম যেখানে আইটেমগুলো এক প্রান্তে সংযোজিত হয় কিন্তু অন্য প্রান্ত দিয়ে সরানো হয় তা হচ্ছে queue
বিজ্ঞান অংশের সমাধান
১। কাঁদুনে গ্যাসের অপর নাম = ক্লোরোপিক্রিন
২। আলোকবর্ষ ব্যবহার করে কী পরিমাপ করা হয়? = দূরত্ব
৩। সূর্যের নিকটতম নক্ষত্রের নাম = প্রক্সিমা সেন্টরাই
৪। ইলেকট্রিক বাল্ব এর ফিলামেন্ট দ্বারা তৈরি = টাংস্টেন
৫। ১০০ ওয়াট –এর একটি বৈদ্যুতিক বাল্ব ১ ঘণ্টা চললে কত শক্তি ব্যয় হবে? = ৩৬০০০০ জুল ।
৬। গ্রাফিন কার বহুরুপী ? = কার্বন
৭। আইনস্টাইন নোবেল পুরস্কার পান = আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখার করার জন্য
৮। কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি থাকে ? = সাগরের পানিতে
৯। হার্ট থেকে রক্ত বাইরে নিয়ে যায় যে রক্তনালী = arteries
41st BCS Question and Solution
১০। প্রোটিন তৈরি হয = অ্যামিনো এসিড থেকে
১১। নদীর পানির ক্ষেত্রে কোনটি সঠিক COD> BOD ( একই পানিতে BOD অপেক্ষা COD বেশি হয়। )
১২। পাথ ফাইন্ডার এর মঙ্গলে অবতরণ সাল = ১৯৯৭ সালের ৪জুলাই
১৩। ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? = স্ট্রাটোস্ফিয়ারে
১৪। কোনটি পানিতে দ্রবীভূত হয় না = ক্যালসিয়াম কার্বনেট
১৫। মানবদেহে লোহিত কণিকার আয়ুষ্কাল কতদিন? = উপরের কোনোটিই নয় । সঠিক উত্তর ১২০ দিন
গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতাঃ
১। X+2 ⅓+2 ⅔ =0 হলে, X^3+6 এর মান কত? = 6x
২। 5^2+8.5^x+16.5^x=1 হলে, x এর মান কত? = -2
৩। 0.12+0.0012+0.0 00012+…..ধারাটির অসীম পদ পর্যন্ত যোগফল = ৪/৩৩
৪। ত্রিভুজ ABC এর <A=40 ডিগ্রি এবং <B=80 ডিগ্রি । <C এর সমদ্বিখন্ডক AB বাহু কে D বিন্দুতে ছেদ করলে <CDA = ১১০º
৫। ৫ জন পুরুষ ও ৪ জন মহিলার একটি দল থেকে একজন পুরুষ ও দুজন মহিলা নিয়ে কত প্রকারে একটি কমিটি গঠন করা যাবে? = ৩০
৬। √-8*√-2=কত = -4
৭। 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল? = ২৭√৩
৮। 5/12 , 6/13, 11/24 এবং ⅜ এরমধ্য বড় ভগ্নাংশটি = ৬/১৩
৯। |x-2| < 3 হলে, m এবং n এর কোন মানের জন্য? উত্তরঃ m=2, m=20
১০। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৫% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে = ৫%
41th BCS Question and Solution
১১। চিনির মূল্য ১০% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়লে চিনি বাবদ খরচ একই থাকবে ১১^১/৯
১২। a+b = 7 এবং ab = 12 হলে 1 / a^2 + 1/b^2 এর মান কত? = ২৫/১৪৪
১৩। বার্ষিক ১০% মুনাফায় ৮০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? = ৯৬৮
১৪। log2 log√e^e^2 = 2
১৫। নিচের কোনটি সবচেয়ে ছোট সংখ্যা = ১৮/৩৬
১৬। 1*3.33*7.1 = ২.৩৬
১৭। একজন ব্যক্তির বেতন ৫% কমেছে। কিন্তু এক বছর পর তা আবার 5%বেড়েছে। মোটের উপর তার বেতন শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে? = ০.২৫% কমেছে
১৮। কোন বানানটি শুদ্ধ? = Encyclopedia
১৯। ঘড়ি: কাঁটা: থার্মোমিটার:? = পারদ
২০। ১০০ থেকে ২০০ এর মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি?= ৩৩
41th BCS Question and Solution
২১। ১ থেকে ৪৪০ পর্যন্ত সংখ্যাগুলোর একটি দৈবচয়ন পদ্ধতিতে নেওয়া হলে, সংখ্যাটি বর্গসংখ্যা হওয়ার সম্ভাবনা ___. = ১/২২
২২। 50 মিনিট আগে সময় ছিল 4 টা বেজে 45 মিনিট, 6 টা বাজতে আর কতক্ষণ সময় বাকি আছে = ২৫ মিনিট
২৩। স্ক্রু ও ঘড়ির কাটার ঘূর্ণন গতির দিক? = একই দিক
২৪। ”তিনি আমার কথা রাখলেন না তিনি রাখলেন”——– সাহেবের কথা। = ভুট্রো
২৫। রহিম উত্তর দিকে 10 মাইল হেঁটে, ডান দিকে ঘুরে 5 মাইল হাঁটেন, তারপর ডান দিকে ঘুরে 2 মাইল হাঁটেন। তিনি কোন দিকে হাটছেন? = দক্ষিণ
২৬। নিচের কোন অক্ষর গুলো পুনর্বিন্যাস করে একটি অর্থবোধক শব্দ তৈরি করা যায় = অহোরাত্র
২৭। যদি মাসের দ্বিতীয় দিন সোমবার হয়, তবে মাসের 18 তম দিন কি বার হবে? = বুধবার
২৮। প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে? = ৬৮
২৯। “RELATION” এর আয়নায় প্রতিবিম্ব কোনটি হবে? = ক
৩০। ৫ জন ব্যক্তির ট্রেনে ভ্রমণ করেছেন তারা হলেন ক খ গ ঘ ঙ। ক হলেন খ-এর মা, গ আবার ঙ এর স্ত্রী খ হলেন ক এর ভাই এবং খ হলেন ক এর স্বামী, ঙ এর সঙ্গে খ এর সম্পর্ক কি? = শ্বশুর
English Part Solution
1.`Lady Chatterley’s Lover’ was written by the author of ___ = The Rainbow
2. Identify the word that can be used as both singular and plural: = wood
3. ‘Shylock’ is a character in the play ____ = The Merchant of Venice
4. `Vanity Fair’ is a novel written by ___ = William Makepeace Thackeray
5. `Pip’ is protagonist in Charles Dickens’ novel ____ = Great Expectations
6. `I will not let you go.’ In this sentence `go’ is a/an ___ = infinitive
7. When Ushashi entered ____ the room everybody stopped talking. = no preposition
8. The play `The Birthday Party’ is written by ____ = Harlod Pinter
9. Find out the correct passive form of the sentence `Who taught you French?’ = By whom were you taught French?
10. `The old man was tired of walking.’ Here `Walking’ is a/an ___ = gerund
41th BCS Question and Solution
11. Which one is a correct sentence? = The doctor examined my pulse.
12. Who is the author of the first scientific romance `The Time Machine? = H.G Wells
13. `Call me if you have any problem regarding your work.’ Here `regarding’ is a/an ___ = preposition
14. Which one of the following is a common gender? = sovereign
15. `To win a prize is my ambition,’ The underlined part of the sentence is a/an ___ = Noun Clause
16. Choose the word opposite in meaning to `terse’; = Detailed
17. `Who’s that?’ In this sentence `that’ is a/an __ = pronoun
18. Select the correct comparative form of the sentence `A string of pearls was not so bright as her teeth.’ = Her teeth were brighter than a string of pearls.
19. `Come on, it’s time to go home.’ Here `home’ is a/an ___ = adverb
20. `Huffing and puffing, we arrived at the classroom door with only seven seconds to spare.’ In this sentence the verb `arrived’ is ___ = intransitive
41th BCS Question and Solution
21. What is the noun form of the word `know’? = Knowledge
22. `Why, then, it’s none to you, for there is nothing either good or bad, but thinking makes it so.’ This extract is taken from the drama ____ = Hamlet
23. “Time held me green and dying, though I sang in my chains like the sea.” These lines have been quoted from dylan, Thomas’ poem__ = Fern Hill
24. One whose attitude is `eat, drink and be merry’ is ___ = epicurean
25. Was this the face that launch’d a thousand ships, And burnt the topless towers of Hium’? Who speaks the famous lines? = Faustus
26. Identify the correct spelling: = questionnaire
27. Which `but’ is a preposition? = What can we do but sit and wait.
28. Who is not a romantic poet? = T. S. Eliot
29. In Shakespeare’s play Hamlet. Hamlet was prince of __ = Denmark
30. `Made weak by time and fate, but strong in will To stove, to seek, to find, and not to yield’ is taken from the poem written by __ = Alfred Tennyson
41th BCS Question and Solution
31. `Give somebody a piece of your mind means to __ = tell someone that you are very angry with them.
32. `I shall help you provided you obey me.’ Here the underlined word is a/an __ = conjunction
33. Adela Quested and Mrs. Moore are characters from the novel ___ = A passage to India
34. The Character `Alfred Doolittle is taken from Shaw’s play titled__ = Pygmalion
35. The poem `The Love Song of J. Alfred Prufrock’ is written by ___ = T. S. Eliot
মূল্যবোধ, সুশাসন ও নৈতিকতাঃ
১। প্লেটো “সদগুণ ” বলতে বুঝিয়েছেন? = প্রজ্ঞা, সাহস, আত্মনিয়ন্ত্রণ ও ন্যায়
২। মূল্যবোধ দৃঢ় হয়—-? = শিক্ষার মাধ্যমে
৩। “রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক” কে এই উক্তি করেন? = মিশেল ক্যামডেসাস
৪। সুশাসন চারটি স্তম্ভের উপর নির্ভরশীল।- এই অভিমত কোন সংস্থা প্রকাশ করে? = বিশ্বব্যাংক
৫। Political Ideals গ্রন্থের লেখক কে? = Bertrand Russell
41st BCS Question and Solution
৬। কোন মূল্যবোধ রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত? = ইতিবাচক মূল্যবোধ
৭। কে কর্তব্যের নৈতিকতার ধারণা প্রবর্তন করেন? = ইমানুয়েল কান্ট
৮। সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি হলো? = সমাজ
৯। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতার বিষয়টি আলোচিত হয়েছে? ? = অনুচ্ছেদ ১৮
১০। মূল্যবোধের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো? = উপরের সবগুলো