ফটোশপ ছাড়াই ছবির কাজ করুন (অনলাইনে)
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
অনেক সময় দেখা যায় যে, খুব জরুরী ভিত্তিতে আমাদের কোন ছবির সামান্য কোন পরিবর্তন
দরকার, কিন্তু হয়ত কম্পিউটারে Photoshop বা কোন Photo editing সফ্টওয়্যার setup দেয়া নাই, ফলে সামান্য একটু পরিবর্তনের জন্য পুরো একটা সফ্টওয়্যার সেটআপ দিতে হয়। এখন আর ফটোশপ সেটআপ দিতে হবে না নিচের নিয়ম গুলো ভালো করে অনুসরণ করুন।
প্রথমে এখানে ক্লিক করুন
তাহলে নিচের তারপর নিচের মত একটি বক্স আসবে।
এবার Open image from computer ক্লিক করুন তারপর আপনার কম্পিউটার থেকে যে কোন ছবি সিলেক্ট করে Save বাটনে ক্লিক করুন।
আর আমরা যারা আগে থেকে ফটোশপ এর কাজ জানি তাদের জন্য কোন সমস্যা হবে না কারণ এখানকার সব টুলসই ফটোশপ এর মত।
এবার আমরা ছবি crop করব সেজন্য টুলবার থেকে crop tool select করুন তারপর ছবির যে অংশ crop করার প্রয়োজন সেই অংশে মাউস ড্রাগ করুন। এবার কি-বোর্ড থেকে Enter press করুন তাহলে ছবি crop হয়ে যাবে।
এবার কি-বোর্ড থেকে CTRL+S press করুন। তাহলে নিচের মত একটি বক্স দেখতে পাবেন। তারপর Ok দিয়ে সেভ করে রাখুন।
সবশেষ কাজ করা আমাদের ছবি
ভাল লাগলে কমেন্ট জানাতে ভুলবেন না,আজ এই পর্যন্ত।