পর্ব:২ – ভুল খুজুন নিজের আর অন্যের গুণটাকে অনুসরণ করুন
ক্যারিয়ারে সফল ও ব্যর্থদের জীবনধারা অ্যানালাইস করে ব্যক্তিগত জীবন সম্পর্কিত কিছু পরামর্শ নিয়ে সিরিজ পোস্ট করছি। কথাগুলো মেনে চললে সফলতা কেউ আটকাতে পারবেনা।
————————–
পর্ব:২ – ভুল খুজুন নিজের আর অন্যের গুণটাকে অনুসরণ করুন
————————–
যারা সফল তাদের একটা গুণ হচ্ছে, তারা নিজের ভুলগুলো কিভাবে শুধরিয়ে নিজেকে বর্তমানের চাইতে বেশি সফলতার চূড়াতে তুলে নেওয়া যায়। যার সেই চোখ রয়েছে, যেই চোখ অন্যের ভাল গুণকে খুজে বের করতে পারে, সেই চোখধারী ব্যক্তি কখনও ব্যর্থ হয়না। কারন অন্যের গুণ সে খোজ করে, কারণ অন্যের কি কি গুণ নিজের জন্য অনুকরনীয়, এ চোখ শুধু সেটি খোজ করে আর নিজের ব্রেইনের কাছে নির্দেশ পাঠায়, এ গুনটাকে নিজের ভিতরে আয়ত্ত্ব করার জন্য। এরকম বিভিন্ন জনের পজিটিভ গুণকে ধীরে ধীরে নিজের মধ্যে অল্প অল্প পরিমান জমতে জমতে সফলতার দিকে অগ্রসর হতে থাকে।
আর কিছু ব্যক্তি দেখবেন, নিজেকে সকল দোষত্রটির উর্ধ্বে মনে করে। তারা দেখবেন, নিজের ভ্যালু বৃদ্ধির জন্য অন্যের ক্ষুদ্র ক্ষুদ্র ভুল বের করতে পারলেই সেটি ধরিয়ে দেয়াকেই নিজের পবিত্র কর্তব্য মনে করে। খেয়াল করলে লক্ষ্য করবেন, এ শ্রেনীর ব্যক্তির চোখটাই সব জায়গার বা সবার ভুলগুলো আবিস্কার করতে পারে। সবার চোখে হয়ত সকল কিছুই সব ঠিক মনে হচ্ছে, কিন্তু সেই পারফ্যাক্ট জায়গা থেকেও সেই অদ্ভত চোখটি কিছু ভুল আবিস্কার করার অদ্ভত ক্ষমতা রাখে। আরও মজার বিষয় হচ্ছে, এই চোখটিতে কখনও নিজের ভুলগুলো চোখে পড়েনা, নিজেকে ভুলের উর্ধ্বে মনে করে।
নিজের আশেপাশেও বন্ধুদের মধ্যে, খুব কাছের মানুষদের মধ্যেও যেমন এরকম নেগেটিভ সার্চিং চোখ, ঠিক একইভাবে সোশ্যাল মিডিয়াতেও রয়েছে এদের অবস্থান। সোশ্যাল মিডিয়াকে হঠাৎ হঠাৎ গরম করতে পারাটাই এদের জীবনের মূল অর্জন আর বাকি সব কিছুতেই তারা ব্যর্থ হয়।
♦সফল ক্যারিয়ারের জন্য পরামর্শ:
– অন্যের ভুল ধরার মত গুরু দায়িত্ব পালনে সময় নষ্ট না করে নিজের ভুলগুলো খুজে বের করে নিজেকে শুদ্ধ করার দিকে মনোযোগী হোন।
– নিজেকে সফলতার চূড়াতে নিয়ে যাওয়ার বিষয়ে আরো বেশি চিন্তিত হোন, তাহলে দেখবেন, অন্যের বিষয়গুলো নিজের চোখে ধরা পড়বেনা।‘
– অন্যের নেগেটিভ বিষয়ে চোখে ধরা পড়াটা একটা মানুষিক রোগ। এ রোগটাকে বাড়তে না দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব দূর করার উদ্যোগ নিন।
– অন্যের নেগেটিভটা দেখলেই ধরিয়ে দিতে পারাটাকে হিরোগিরী মনে হলেও এটা নিশ্চিত থাকেন, কেউ আপনাকে ভাল চোখে দেখছেনা, আপনার সংগটাকে সবাই বিরক্তবোধ করে।
নিজের সফল ক্যারিয়ার দেখতে চাইলে আজকে থেকেই আপনার নেগেটিভ চোখকে নেগেটিভ খোজের চাকুরি থেকে ইস্তফা দিয়ে দিন। পজিটিভ খুজে বের করার দায়িত্বটা আপনার সুন্দর চোখকে বুঝিয়ে দিন। ওহ, অবশ্যই নিজের ভুলটা খুজে বের করতে কিপ্টামী করবেননা। প্রতিদিন ঘুমানোর সময় নিজের কাজগুলোকে নেগেটিভ অ্যাংগেলে চিন্তা করুন, সেগুলো থেকে উত্তলনের জন্য দৃড়প্রতিজ্ঞ হোন।