asus-gaming-phone
- Date July 25, 2018
- Comments 0 comment
আমার নাম দেখে এতক্ষণে হয়ত আপনার মাথায় কিছু প্রশ্ন কিল-বিল করছে যে, আমি কে? কি খাই? কি করি? কই থাকি? ইত্যাদি। আর আমার সম্পর্কে কিছু না কিছু জানার অধিকার অবশ্যই আপনার আছে। সেকারণেই আমার সম্পর্কে কিছুটা জানানোর চেষ্টা করছি...
আমি রিতম শাঁখারী। বয়সে তেমন একটা বড় নই। ছোট খাটো একজন গরীব মানুষ বলতে পারেন। নিজের সম্পর্কে বড়াই করে বলার মত কিছু এখনো অর্জন করতে পারিনি। তাও আমার সম্পর্কে যেহেতু জানার আগ্রহ নিয়ে এই পেজে এসেছেন, তাই চেষ্টা করছি, আমার সম্পর্কে আপনাদের কিছু বলার।
আমার পেশা ও নেশা দুটোই কম্পিউটার। কম্পিউটারকে ভালোবেসে, টুকটাক কিছু করতে পারাঃ
*প্রোফেশনাল ওয়েব ডিজাইনার ও ডেভেলপার।
*বেসিক ও এডভান্স গ্রাফিক্স ডিজাইনার।
*সোসাল মিডিয়া মার্কেটার (এসএমএম)।
*ভিডিও মার্কেটার (মার্কেটপ্লেসঃ ইউটিউব)।
*প্রোফেশনাল ভিডিও এডিটর।
*প্রোফেশনাল ফটোগ্রাফার।
ব্যাক্তিগত কিছু বলতে চাইলে, বলতে হবে এখনো বিয়েসাধি করি নাই, তাই প্রেমিকার কথা জানতে চাইয়া লজ্জা দিবেন না। বাঙালী ঘরের গরীব মানুষ, তাই বাংলার খাবারটাই বেশি পছন্দ করি। আর সামাজিক প্রেক্ষাপটে আমি পুরোটাই ভিন্য। সমাজের মানুষ যখন ঘুম থেকে ওঠে তখন আমি কম্পিউটার শাটডাউন করে ঘুমাতে যাই। রাতকে ভালোবাসি, সেকারণে রাতের সৌন্দর্যকে উপভোগ করার চেষ্টা করি।
কম্পিউটারের পাশাপাশি ফটোগ্রাফিকেও আপন করে নিয়েছি। তাই ক্যামেরার ভিউফাইন্ডারের মাঝে অপুরুপ বাংলাদেশকে দেখার শপথ গ্রহণ করেছি।
আপনি চাইলে আমাকে বিভিন্ন সোসাইল নেটওয়ার্কে ফলো করতে পারেন।
ফেসবুক আইডিঃ https://facebook.com/inforitom
ফেসবুক পেজঃ https://facebook.com/ritomclick/
ইউটিউবঃ https://youtube.com/channel/UCDFWZ2ifI-13w5SApFj8grg
আমার একটি ওয়েবসাইট আছে। চাইলে সেখানেও ঢু মেরে আসতে পারেনঃ
www.inforitom.me
You may also like

UI/UX ডিজাইন ও এডভান্স গ্রাফিক ডিজাইন কোর্স কম্বো অফার

স্কিল ডেভেলপমেন্ট ও ফ্রিল্যান্সিং শিখুন অনলাইনে লাইভ ক্লাসে

Keyboard shortcuts in Windows
