
এবার আপনার লো কনফিগ পিসি তে যে কোন হাই কোয়ালিটির গেম খেলুন কোন রকম সমস্যা ছাড়া।
আমি আল্লাহর রহমত এ ভালই আছি।
আজ আমার ২য় টিউন এ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে আপনার লো কনফিগ পিসি তে আপনি বড় বড় গেম খেলবেন কোন রকম লেগ বা সমস্যা ছাড়া, চলুন সুরু করা যাকঃ
আপনার পিসির নুন্নতম এই কনফিগ থাকতে হবেঃ
- Ram – 4GB DDR3 1600BUS
- Processor – Intel Dual Core
- Graphics memory – 128MB
- Driver – Intel/Nvidia/Amd
- Free Space – 1gb+
- System – 32bit or 64 bit (Anyone)
এই কনফিগ থাকলে এর পর যে কোন বড় গেম যেমন (COD,GTA5,Watchdog,Nfs,Farcry) ইন্সটল করুন এর পর নিছের লিঙ্কে দেওয়া ফাইল টা ডাউনলোড করুনঃ
ডাউনলোড করুন এখান থেকে
ডাউনলোড করার পর এই ফাইল টি আনজিপ করুন, ও ক্ষেত্রে আপনি Winrar,winachive নামের সফটওয়ারে গুলি ব্যবহার করতে পারেন।
এর পর গেম এর টার্গেট ফোল্ডার এ যাবেন নিছের চিত্রে দেখেন ঃ
গেম এর টার্গেট ফোল্ডার এ ডাউনলোড করা d3d9.dll নামের ফাইল টি টার্গেট ফোল্ডার এ পেস্ট করুন।
আপনার কাজ শেস এর পর গেম খেলুন নিশ্চিন্তে।
ধন্যবাদ