নেটওয়ার্কিং/আইটিতে জব ইন্টারভিউ পরীক্ষায় কি ধরনের প্রশ্ন করতে পারে?
আশাকরি নতুনদের জন্য সহায়ক হবে। প্রশ্ন-০১: প্রথম নেটওয়ার্ক কোনটি?
a) CNNET
b) NSFNET
c) ASAPNET
d) ARPANET
উত্তর- d) ARPANET
প্রশ্ন-০২: কিভাবে একটি মাত্র পাবলিক আইপ দিয়ে অনেকগুলো প্রাইভেট আইপিকে ইন্টারনেট সুবিধা দিতে পারি?
১) Static
২) PAT
৩) Dynamic
৪) Firewall
উত্তর- ২) PAT
প্রশ্ন-০৩: কোন দুইটি মেইন একসিস কন্ট্রোল লিষ্ট?
১) Standard
২) IEEE
৩) Extended
৪) Specialized
উত্তর- ১), ৩)
প্রশ্ন-০৪: সিসকো রাউটারে কোন কমান্ডটি IOS ব্যাকআপ নেওয়ার জন্য ব্যবহার করা হয়?
A. backup IOS disk
B. copy ios tftp
C. copy tftp flash
D. copy flash tftp
উত্তর- copy flash tftp
প্রশ্ন-০৫: সুইচ OSI model এর কোন লেয়ারে কাজ করে?
A. Session layer
B. Physical layer
C. Data Link layer
D. Application layer
উত্তর- C.Data Link layer
প্রশ্ন-০৬: একটি ৮ পোর্ট সুইচ কতগুলো broadcast domain তৈরি করে?
A. 1
B. 2
C. 5
D. 12
উত্তর- A.1
প্রশ্ন-০৭: router(config)# line cons 0 এই কমান্ডটি কি জন্য ব্যবহার করা হয়?
A. Set the Telnet password.
B. Shut down the router.
C. Set your console password.
D. Disable console connections.
উত্তর- C.Set your console password.
প্রশ্ন-০৮: উইন্ডোজ সার্ভারের রুল কি?
১) উইন্ডোজ সার্ভারের রুল এর মাধ্যমে কানেক্টড ক্লায়েন্ট পিসিগুলো কি ধরনের সার্ভিস পাবে তা নিশ্চয়তা করা হয় ।
১) উইন্ডোজ সার্ভারের রুল হলো যার মাধ্যমে পেন ড্রাইভ বন্ধ করা হয় ।
১) উইন্ডোজ সার্ভারের রুল হলো যার মাধ্যমে ম্যাপ ড্রাইব তৈরি করা হয় ।
৪) উইন্ডোজ সার্ভারের রুল বলতে কিছু নাই ।
উত্তর: ১) উইন্ডোজ সার্ভারের রুল এর মাধ্যমে কানেক্টড ক্লায়েন্ট পিসিগুলো কি ধরনের সার্ভিস পাবে তা নিশ্চয়তা করা হয় ।
প্রশ্ন-০৯: তথ্য আদান প্রদানের যে নিয়মনীতি সেগুলোকে একসাথে কি বলে?
a) Protocols
b) Standards
c) RFCs
d) None of the mentioned
উত্তর- a) Protocols
প্রশ্ন-১০:সোশ্যাল নেটওয়ার্কিং সাইট “টুইটার ” কত সালে তৈরি হয়?
১) ২০০৪
২) ২০০৩
৩)২০০৫
৪) ২০০৬
উত্তর- ৪) ২০০৬
প্রশ্ন-১১: MICR এর পূর্ণনাম কি?
1) Magnetic Ink Character Reader
2) Magic Ink Character Reader
3) Mini In Close River
4) Magnetic Ink Character Recognition
উত্তর: 4) Magnetic Ink Character Recognition
প্রশ্ন-১২: কম্পিউটার সিস্টেম এ Scanner কোন ধরনের যন্ত্র?
১) ইনপুট
২) আউটপুট
৩) উভয়ই
৪) কিছু না
উত্তর- ১) ইনপুট
প্রশ্ন-১৩: কোন প্রটোকলটি পিং করার জন্য ব্যবহার করা হয়?
১) ARP
২) ICMP
৩) UDP
৪) TCP
উত্তর- ২) ICMP
প্রশ্ন-১৪: Oracle corporation এর প্রতিষ্ঠাতা কে?
১) Stave jobs
2) bill gates
3) lawrence j Ellison
4) Michael S. Dell
উত্তর- 3) lawrence j Ellison
প্রশ্ন-১৫: নীচের কোনটি আউটপুট ডিভাইস না?
1) Monitor
2) Scanner
3) Speaker
4) Plotter
উত্তর- Scanner
প্রশ্ন-১৬: Windows – 98 Operating system কত বিটের ?
১) ৩২বিট
২) ৬৪বিট
৩) ১২৮বিট
৪) ২৬৪বিট
উত্তর- ১) ৩২বিট
প্রশ্ন-১৭- URL এর পূর্ননাম কি?
১) Uniform Research Locator
২) Universal Resource Locator
৩) Uniform Resource Locator
৪) University Resource Locator
উত্তর- ৩) Uniform Resource Locator
১৮: ই-মেইল এ CC এর পূর্ননাম কি?
১) Close Contact
২) Carbon Copy
৩) Contact Center
উত্তর- ২) Carbon Copy
প্রশ্ন-১৯ : কোন একটি ই-মেইল এ্যাড্রেস যদি এই রকম হয়- aaa@bbb.com হয়. তাহলে এখানে bbb এর মানে কি?
১) Domain type
২) Protocol name
৩) Domain name
৪) Server type
উত্তর- ৩) Domain name
প্রশ্ন-২০: নিম্নলিখিত কোনটি দ্রুততম নেটওয়ার্ক মিডিয়া?
১) Wi-Fi
২) WIMAX
৩) 3G
৪) Fiber Optic Cable
উত্তর- ৪) Fiber Optic Cable
প্রশ্ন-২১: কোন ক্লাসে ডিফল্টভাবে সবোর্চ্চ সংখ্যক হোস্ট আইপি থাকে?
A. A
B. B
C. C
D. A and B
উত্তর- A. A
প্রশ্ন-২২: কতগুলো কলিশন ডোমেইন তৈরি হবে যদি আমরা ৮ পোর্টের একটি সুইচ ব্যবহার করি?
A. ১
B. ৩
C. ৫
D. ৮
উত্তর- D.৮
প্রশ্ন-২৩: NVRAM এ যে কনফিগারেশনগুলো রয়েছে সেগুলো রিমুভ করার জন্য কোন কমান্ডটি ব্যবহার করা হয়?
A. erase startup
B. erase nvram
C. delete nvram
D. erase running
উত্তর- A.erase startup
প্রশ্ন-২৪: কোনটি প্রাইভেট আইপি এ্যাড্রেস?
A. 12.0.0.1
B. 168.172.19.39
C. 172.15.14.36
D. 192.168.24.43
উত্তর- D.192.168.24.43
প্রশ্ন-২৫: কোন ক্লাসে ডিফল্ট প্রত্যেক নেটওয়ার্কে সর্বোচ্চ ২৫৪টি ব্যবহারযোগ্য আইপি পাওয়া যায়?
A. Class A
B. Class B
C. Class C
D. Class D
উত্তর- C.Class C
প্রশ্ন-২৬: কম্পিউটার Boot Up হওয়ার সময় প্রথম ইন্সট্রাকশন কোথায় থেকে পায়?
A. BIOS
B. CPU
C. boot.ini
D. CONFIG.SYS
উত্তর- A.BIOS
প্রশ্ন-২৭: Resistance এর পরিমাপের একক কি?
A. Volts
B. Amps
C. Watts
D. Ohms
উত্তর- D.Ohms
প্রশ্ন-২৮: সর্বোচ্চ বাইনারি নাম্বার কত?
A. 4
B. 6
C. F
D. 1
উত্তর- D.1
প্রশ্ন-২৯: FIFO এলগরিদমটি কিভাবে কাজ করে?
১) কিউতে প্রথমে যে কাজটি জমা হয়েছে সেই কাজটি প্রথমে শেষ হবে ।
২) কিউতে সবশেষে যে কাজটি জমা হয়েছে সেই কাজটি প্রথমে শেষ হবে।
৩) কিউতে যতগুলো কাজ জমা হয়েছে সেগুলো থেকে সবচেয়ে বড় কাজটি প্রথমে শেষ হবে ।
৪) উপরে কোনটিই না ।
উত্তর- ১) কিউতে প্রথমে যে কাজটি জমা হয়েছে সেই কাজটি প্রথমে শেষ হবে ।
প্রশ্ন-৩০: Bug মানে কি?
১) প্রোগ্রামের একটি লজিক্যাল Error
২) প্রোগ্রামের একটি সিনটেক্স ইরর
৩) ডকুমেন্টশন ইরর
৪) উপরের কোনটি নয় ।
উত্তর- ১) প্রোগ্রামের একটি লজিক্যাল Error
প্রশ্ন-৩১: লিনাক্সে cp কমান্ডের বিস্তারিত জানার জন্য কোন কমান্ডটি ব্যবহার করা হয়?
A. help cp
B. man cp
C. cd ?
D. cd cp
উত্তর- B. man cp
প্রশ্ন-৩২: নিচের কোনটি সরাসরি হার্ডওয়্যার এর সাথে ইন্টাররেক্ট করে?
A. Shell
B. Commands
C. Kernel
D. Applications
উত