1 1 3000 1 300 120 30 https://www.techascentbd.com 1024
site-mobile-logo
site-logo

সাধারন জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী প্রশ্ন ও উত্তর

সাধারন জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী প্রশ্ন ও উত্তর প্রস্তুতিমূলক পরীক্ষার জন্য  বাংলাদেশ বিষয়ক গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর সরকারি-বেসরকারি চাকরি ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য সহায়ক। General Knowledge Bangladesh Affairs  Question and Answers for BCS, Government and Private Job, also for […]

সাধারন জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী প্রশ্ন ও উত্তর প্রস্তুতিমূলক পরীক্ষার জন্য 

বাংলাদেশ বিষয়ক গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর সরকারি-বেসরকারি চাকরি ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য সহায়ক।

General Knowledge Bangladesh Affairs  Question and Answers for BCS, Government and Private Job, also for university admission Test.

 • আয়তনের দিক দিয়ে বাংলাদেশ বিশ্বের কত তম দেশ – ৯৪ তম দেশ
 • ঢাকাকে বিশ্বের কত তম মেগা সিটি ধরা হয় – ১১ তম
 • বাংলাদেশের প্রথম প্রধান মন্ত্রি কে – তাজউদ্দিন আহমদ
 • বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে – শেখ মুজিবুর রহমান
 • বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রির নাম কি – ক্যাপ্টেন মনসুর আলী
 • বাংলাদেশের প্রথম মহিলা প্রধান মন্ত্রি – বেগম খালেদা জিয়া
 • বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূত কে – তাহমিনা হক ডলি
 • বাংলাদেশের প্রথম মহিলা সিটি মেয়র কে -সেলিনা হায়াত আইভি (নারায়নগঞ্জ সিটি করপোরেশন)
 • বাংলাদেশের প্রথম মহিলা বিচার পতির নাম কি – নাজমুন আরা সুলতানা
 • বাংলাদেশের প্রথম নারী স্পিকারের নাম কি – ড. শিরিন শারমিন চৌধুরী
 • বাংলাদেশে প্রথম মহিলা সচিবের নাম কি – জাকিয়া সুলতানা
 • বাংলাদেশের ১৯ তম রাষ্ট্রপতি কে ছিলেন – মোঃ জিল্লুর রহমান
 • বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি কে – এড. আব্দুল হামিদ
 • প্রধান বিচার পতি কে নিয়োগ করেন – রাষ্ট্রপতি
 • বর্তমানে রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে – স্পিকার
 • কার কর্তৃত্বের উপর আদালতের কোন এখতিয়ার নেই – রাষ্ট্রপতি
 • বাংলাদেশে ১ম এভারেষ্ট জয় করেন কে – মূসা ইব্রাহিম
 • পৃথিবীর প্রথম নারী কে – বিবি হাওয়া।
 • বাংলাদেশের ১৩ তম প্রধান মন্ত্রি কে ছিলেন – শেখ হাসিনা।
 • সরকারী মোট আয়ের ৮০% আসে কোথা থেকে – আয় কর রাজস্ব থেকে।
 • করমুক্ত বয়স কত – ৬৫ বছর।
 • কর ব্যবস্থাপনায় নিয়োজিত প্রতিষ্ঠানের নাম কি – জাতীয় রাজস্ব বোর্ড।
 • VAT (ভ্যাট) কি – VAT হলো মূল উৎপাদিত দ্রব্যের উপর কর।
 • NBR কোন মন্ত্রনালয়ের অধিনে কাজ করে -অর্থমন্ত্রনালয়ের।
 • দেশের সবচে বেশি আয় কর আসে কোথায় থেকে – মুল্য সংযোজন কর থেকে।
 • বিশ্বের রেমিট্যান্স প্রবাহে বাংলাদেশের আবস্থান কত – ৭ম।
 • কালো টাকা কাকে বলে – আয়কর বিবরনীতে যে টাকা প্রদর্শন করা হয় না তাকে কালো টাকা বলে।
 • বাংলাদেশের সুন্দর বনের আয়তন কত – ৫৫৭৫ বর্গ কিলোমিটার।
 • কক্সবাজার সমুদ্র সৈকতের দৈঘ্য কত কিঃমি – ১৫৫ কিলোমিটার।
 • কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈঘ্য কত – ১৮ কিঃমি।
 • বাংলাদেশের জাতীয় প্রতীক কি – দুইপাশে ধানের শীস দ্বারা বেষ্টিত মাঝ খানে পানিতে ভাসমান শাপলা ফুলের শীর্ষ চুরায় পরস্পর সংযুক্ত দুইটি পাতা এবং এর উভয় পাশে দুইটি করে মোট চারটি তারকা বেষ্টিত প্রতিক।
 • জাতীয় স্মৃতি সৌধের স্থাপতি কে – মইনূল হোসেন।
 • জাতীয় স্মৃতি সৌধের উচ্চতা কত – ৪৬.৫ মিটার / ১৫০ ফুট।
 • জাতীয় স্মৃতি সৌধের কয়টি ফলক আছে – ৭ টি।
 • জাতীয় স্মৃতি সৌধের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কে – শেখ মুজিবুর রহমান।
 • কেন্দ্রীয় শহীদ মিনারের স্থাপতি কে – হামিদুর রহমান।
 • বাংলাদেশের মানচিত্রের রুপকার কে – কামরুল হাসান।
 • বাংলাদেশের জাতীয় পতাকার রুপকার কে – কামরুল হাসান।
 • বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থাপতি কে – মিঃ লুই আই ক্যান(যুক্তরাষ্ট্র)।
 • বাংলাদেশের জাতীয় সংসদ ভবন উদ্বোধন করেন কে – আব্দুল সাত্তার।
 • বাংলাদেশের জাতীয় পোষাক কি – পুরুষদের জন্যঃ প্রিন্স কোর্ট ও পায়জামা আর মহিলাদের জন্য শাড়ী।
 • বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের প্রতিক কি – শাপলা ফুল।
 • আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে গানটির রচিতা কে – আব্দুল গাফফার চৌধুরী।
 • আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে গানটির গীতিকার কে – আলতাফ মাহমুদ।
 • বাংলাদেশের জাতীয় দিবস কবে – ২৬ শে মার্চ।
 • বাংলাদেশে জাতীয় উৎসবের নাম কি – বাংলা নববর্ষ।
 • বাংলাদেশের জাতীয় কবি কে – কাজী নজরুল ইসলাম।
 • বাংলাদেশের সংবিধানিক নাম কি – গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।
 • বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি – আমগাছ।
 • বাংলাদেশের জাতীয় বোনের নাম কি – সুন্দরবন।
 • বাংলাদেশের জাতীয় মসজিদের নাম কি – বায়তুল মোকাররম।
 • বাংলাদেশের জাতীয় উদ্যানের নাম কি – সোহ্ রাওয়ার্দী|
 • বাংলাদেশের জাতীয় গ্রন্থাগারের নাম কি – ঢাকা গ্রন্থাগার (গুলিস্তান)।
 • বাংলাদেশের জাতীয় যাদুঘরের নাম কি – ঢাকা জাতীয় যাদুঘর (শাহবাগ)।
 • বাংলাদেশের কালো রাত দিবস কবে – ২৫শে মার্চ ।
 • সার্কভুক্ত দেশ কয়টি ও কি কি – ৮ টি যথাঃ ১.বাংলাদেশ, ২.ভারত, ৩.পাকিস্তান, ৪.নেপাল, ৫.ভুটান, ৬.শ্রীলঙ্কা, ৭.মালদ্বীপ, ৮.আফগানিস্তান।
 • সার্কের প্রতিপাদ্য বিযয় কি – সবুজ ও সুখী দক্ষিন এশিয়ার পথে।
 • ঢাকা কোন নদীর তীরে অবস্থিত – বুড়িগঙ্গা।
 • নারায়নগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত – শীতলক্ষা ।
 • পাবনা কোন নদীর তীরে অবস্থিত – ইছামতি।
 • কুমিল্লা কোন নদীর তীরে অবস্থিত – গোমতি।
 • কোন নদী যমুনা নদীর শাখা নদী – ধলেশ্বরী।
 • বাংলাদেশের দীর্ঘ তম নদী কোনটি – সুরমা।
 • বাংলাদেশের দীর্ঘ তম নদ কোনটি – ব্রক্ষ্মপুত্র।
 • সুরমা নদীর দৈঘ্য কত কিঃমি – ৩৯৯ কিঃমি।
 • বাংলাদেশে দ্বিতীয় দীর্ঘতম বৃহত্তম নদী – পদ্না।
 • পদ্না নদীর উৎপত্তি হয়েছে কোথা থেকে – হিমালয় পর্বত থেকে।
 • পদ্নাম ভারতীয় অংশের নাম কি – গঙ্গা।
 • বাংলাদেশের কোন দুইটি নদীকে নদ বলা হয় – ১.ব্রক্ষ্মপুত্র, ২.কপোতাক্ষ।
 • মহানন্দা কোন নদীর উপনদী – পদ্না।
 • যমুনা নদী কোথায় পতিত হয়েছে – পদ্না।
 • কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে – মিজোরাম রাজ্যে।
 • মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত – করতোয়া।
 • বাংলাদেশের গভীরতম নদী কোনটি – মেঘনা।
 • বাংলাদেশের সবচে ছোট জেলা কোনটি- মেহেরপুর।
 • বাংলাদেশের সবচে বড় জেলা কোনটি- রাঙ্গামাটি।
 • বাংলাদেশের সবচে ছোট বিভাগে কোনটি – সিলেট।
 • বাংলাদেশের সবচে বড় বিভাগ কোনটি – রাজশাহী।
 • বাংলাদেশ ও মায়ানমার বিভক্তি নদী কোনটি – নাফ নদী।
 • নাফ নদীর দৈঘ্য কত – ৫৬ কিঃকি।
 • বাংলাদেশে সমুদ্র বন্দর কয়টি – ২টি।
 • বাংলাদেশে বর্তমানে মোট কতটি স্থল বন্দর আছে – ১৮ টি।
 • বাংলাদেশে প্রস্তাবিত তৃতীয় সমুদ্র বন্দরটি কোথায় স্থাপন করা হবে-নোয়াখালীতে।
 • শাখা প্রশাখা ও উপনদী সহ বাংলাদেশে নদ নদীর সংখ্যা কত – ২৩০ টি।
 • লালবাগ কেল্লা ঢাকার কোন দিকে অবস্থিত -ঢাকার দক্ষিনে বুড়িগঙ্গা নদীর তীরে।
 • রাজশাহী ও পাবনা জেলার মধ্যবর্তী জলাশয়ের নাম কি – চলন বিল।
 • পানামা খাল কোন কোন মহাসাগরে যুক্ত হয়েছে – আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর।
 • বাংলাদেশ জাতিসংঘের কত তম সদস্য পদ লাভ করেন -১৩৬ তম মোট সদস্য ১৯২।
 • বাংলাদেশে একমাত্র পাহাড় বিশিষ্ঠ্য দ্বীপ কোথায়- মহেশখালী।
 • দেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি – পিপীলিকা।
 • বর্তমানে মহিলা সংসদ সদস্য কত জন – ৭০ জন।
 • বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ – ভারত।
 • বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদান মুসলিম দেশ – ইরাক।
 • বাংলাদেশের মুক্তি যোদ্ধা যাদুকর কোথায় – সেগুন বাগিচা।
 • বাংলাদেশের জাতীয় সংগিত প্রথম প্রকাশিত হয় কোন প্রত্রিকায় – বঙ্গদর্শন প্রত্রিকায়।
 • বাংলাদেশের রণ সংগিত রচনা করেন কে – বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম।
 • প্রথম বাংলাদেশের পতাকা কেমন ছিল – সবুজের মধ্যে লাল তার মধ্যে সোনালী রংঙ্গের বাংলাদেশী মানচিত্র।
 • বর্তমান বাঙালি জাতির পরিচয় কি – সংকর জাতি হিসাবে।
 • বাংলাদেশের জাতীয় পতাকার মাপ কেমন – দৈঘ্য ও প্রস্থের অনুপাত ১০:৬ মাঝে লাল বৃত্তটির ব্যাসার্ধ পতাকার দৈঘ্যের ৫ ভাগের এক ভাগ।
 • মহাস্থানগড় কোথায় অবস্থিত – বগুড়া জেলায় করতোয়া নদীর তীরে অবস্থিত।বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী কোনটি – মুজিবনগর (মেহেরপুর)।
 • বর্তমান ঢাকার পূর্ব নাম কি ছিল – জাহাঙ্গীর নগর।
 • জাতীয় সংসদ ভবন নির্মান ব্যায় কত – ১২৯ কোটি টাকা।
 • বাংলাদেশের সর্ব উত্তরের শহর কোনটি – তেঁতুলিয়া।
 • বাংলাদেশের সর্ব দক্ষিনের শহর কোনটি – টেকনাফ।
 • বাংলাদেশের সর্ব দক্ষিনের দ্বীপ কোনটি – সেন্টমার্টিন।
 • বাংলাদেশে আয়তনে কোন বিভাগ বড় ও কোন বিভাগ ছোট – বড়ঃ রাজশাহী, ছোটঃ সিলেট।
 • বাংলাদেশে লোক সংখ্যায় কোন বিভাগ বড় ও কোন বিভাগ ছোট – বড়ঃ ঢাকা বিভাগ, ছোটঃ সিলেট বিভাগ।
 • বাংলাদেশের আবহাওয়া কেমন – সমভাবাপন্ন।
 • সুন্দর বনের প্রধান বৃক্ষ কোনাট – সুন্দরী।
 • বাংলাদেশে প্রায় কতটি উপজাতি রয়েছে – প্রায় ৩১ টি।
 • চাকমারা কোন ধর্মাবলম্বী হয় – বৌদ্ধ।
 • বাংলাদেশে সর্বোচ্চ বিচার বিভাগ কোনটি – সুপ্রীম কোর্ট।
 • বাংলাদেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায় – শ্রীমঙ্গলে।
 • বাংলাদেশের দ্বিতীয় অর্থকারী ফসল কোনটি – চা।
 • পৃথিবীর কোন অঞ্চল থেকে বাংলাদেশে অতিথি পাখি আসে – সুদুর সাবেরিয়া।
 • White Gold কি – বাংলাদেশের চিংড়ি সম্পদ।
 • বাংলাদেশে অস্ত্র নির্মান কারখানা কোথায় – গাজীপুরে।
 • বাংলাদেশে প্রচলিত কোন নোটটি ব্যাংক নোট নয়-এক টাকা ও দুই টাকার নোট।
 • বাংলাদেশে আন্তর্জাতিক বিমান বন্দর কয়টি ও কি কি – ৩ টি যথাঃ ১. শাহ্জালাল আন্তর্জাতিক বিমান বন্দর, ঢাকা। ২. ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর, সিলেট। ৩. চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর, চট্টগ্রাম।
 • বাংলাদেশের প্রথম ফ্লাইওভার কোনটি – ঢাকা মহাখালি।
 • বাংলাদেশের প্রথম ছায়াছবি কোনটি – মুখ ও মুখোশ।
 • বাংলাদেশের বৃহত্তম শহর কোনটি – ঢাকা।
 • বাংলাদেশের বৃহত্তম বিল কোনটি – চলন বিল।
 • বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি – ভোলা।
 • বাংলাদেশের বৃহত্তম বাঁধ কোনটি – কাপ্তাই বাঁধ।
 • বাংলাদেশের বৃহত্তম বনভূমি কোনটি – সুন্দরবন।
 • বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি – হাকালুকি (সিলেট)।
 • বাংলাদেশের বৃহত্তম সমুদ্র সৈকত কোনটি – কক্সবাজার।
 • বাংলাদেশের বৃহত্তম সমুদ্র বন্দর কোনটি – চট্টগ্রাম।
 • বাংলাদেশের বৃহত্তম নদী বন্দর কোনটি – নারায়নগঞ্জ।
 • বাংলাদেশের বৃহত্তম পার্ক কোনটি – রমনা পার্ক।
 • বাংলাদেশের বৃহত্তম উদ্যান কোনটি – সোহরাওয়ার্দী উদ্যান।
 • বাংলাদেশের বৃহত্তম সরক সেতু কোনটি – যমুনা সেতু।
 • বাংলাদেশের বৃহত্তম কন্টেইনার জাহাজ কোনটি – বাংলার দূত।
 • বাংলাদেশের বৃহত্তম ভবন কোনটি – শিল্প ব্যাংক ভবন (৩২ তলা)।
 • বাংলাদেশের উচ্চতম পাহাড় কোনটি – গারো পাহাড়।
 • বাংলাদেশের উচ্চতম বৃক্ষ কোনটি – বৈলাম বৃক্ষ।
 • বাংলাদেশের একটি ব-দ্বীপ এর নাম লিখ – হাতিয়া।
 • ঢাকা নগরিকে অন্য আর কি নামে ডাকা হয় – মসজিদের শহর।
 • মেট্রোপলিটন পুলিশ প্রধান কে কি বলে – পুলিশ কমিশনার।
 • উপজেলা প্রশাসনের প্রধান কে – উপজেলা নির্বাহী আফিসার।
 • বাংলাদেশের জেলা পরিষধের সংখ্যা কতটি – ৬৪ টি।
 • সুপ্রীম কোর্ট কয় ভাগে বিভক্ত ও কি কি – ২ ভাগে যথাঃ ১.হাইকোর্ট বিভাগ, ২.আপিল বিভাগ।
 • বাংলাদেশের প্রথম বেসরকারী টেলিভিশন চ্যালেন কোনটি – একুশে টিভি (ETV)।
 • কোন ব্যাক্তি বাংলাদেশকে ধন সম্পদ পূর্ন নরক বলে অভিহিত করেন – ইবনে বতুতা।
 • বাংলাদেশের শীতল তম স্থান কোথায় – শ্রীমঙ্গল।
 • সিটি কর্পোরেশনের প্রধানের মেয়াদ কাল কত – ৫ বছর।
 • গারো উপজাতি বাস করে কোথায় – ময়মনসিংহ।
 • বাংলাদেশে সর্ব প্রথম কোন মহিলা টেষ্ট টউব শিশুর মা হন – ফিরোজা বেগম।
 • বাংলাদেশ সেনাবাহীনিতে দ্বিতীয় নারী ছত্রীসেনার নাম কি – মেজর নুসরত নূর আল চৌধুরী।
 • বাংলায় শিশু সাংবাদিকতার ওয়েবসাইট কোনটি – হ্যালো।
 • অষ্টম বাংলাদেশ গেমসের মাসকট কি – তারুণ্য।
 • দেশের প্রথম সমুদ্র গবেষণা ইনস্টিটিউট স্থাপিত হচ্ছে কোথায় – রামু, কক্সবাজার।
 • যুক্তরাজ্য ভিত্তিক পাখি বিষয়ক সংস্থা বার্ডলাইফ ইন্টারন্যাশনাল কোন স্থানকে দেশের ২০তম অভয়ারণ্য ঘোষনা করে – সোনাদ্বীপ।
 • প্রবাসীদের উদ্যোগে প্রথম বাংলাদেশী ব্যাংকের নাম কি – এনআরবি (NRB) কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।
 • বীরশ্রেষ্ঠ পদক প্রাপ্তদের সংখ্যা কত – ৭ জন।
 • বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত – ভাওয়াল ও মধূপুরের বনভূমি।
 • বাংলাদেশে উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া গেছে কোথায় – জামালগঞ্জে।
 • বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছে – মেসোপটেমিয়ায়।
 • সুমেরীয় সভ্যতা গড়ে উঠেছে – মেসোপটেমিয়ায়।
 • মুক্তিযুদ্ধ কালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয় – ১১টি সেক্টরে।
 • পাহাড়পুর বৌদ্ধ বিহারের নির্মাতা কে – ধর্মপাল।
 • বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি – সেন্টমার্টিন।
 • প্রাচীন পুন্ড্র বর্ধন নগর কোথায় অবস্থিত – মহাস্থানগড়।
 • বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি কোনটি – সাঁওতাল।
 • সুন্দরবনের পূর্বে কোন নদী অবস্থিত – বলেশ্বর।
 • সুন্দরবনের পশ্চিমে কোন নদী অবস্থিত – রায়মঙ্গল।
 • বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহার কোনটি – শালবন বিহার।
 • সিরডাপ (CIRDAP) এর সদর দপ্তর কোথায় – ঢাকা।
 • খাসিয়া উপজাতি কোন জেলায় অধিক বাস করে – সিলেট।
 • দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত – লালমনিরহাট।
 • তেঁতুলিয়া কোন জেলায় অবস্থিত – পঞ্চগড়।
 • পিসি কালচার দ্বার কি বুঝানো হয়েছে – মৎস চাষ।
 • এভি কালচার দ্বারা কি বুঝানো হয়েছে – পশু পাখি পালন।
 • এপি কালচার দ্বারা কি বুঝালো হয়েছে – মৌমাছি চাষ।
 • উপমহাদেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় কোথায় – কিশোর গঞ্জের সোলাখিয়ায় প্রায় ৩লাখ লোক জমায়িত হয়।
 • বাংলাদেশের শ্রেষ্ঠ ভাষাবিদ কে ছিলেন – ড. মুহম্মদ শহীদুলাহ্।
 • বাংলাদেশের শ্রেষ্ঠ বিঙ্গানীর নাম কি – ড. কুদরাত-ই-খুদা।
 • বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবির নাম কি – বেগম সুফিয়া কামাল।
 • বীরত্ব পুরস্কার কয়টি ও কি কি – ৪ টি যথাঃ বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক।
 • বীরশ্রেষ্ঠ পুরস্কার পান কত জন – ৭ জন।
 • বীর উত্তম পুরস্কার পান কত জন -৬৮ জন।
 • বীর বিক্রম পুরস্কার পান কত জন -১৭৫ জন।
 • বীর প্রতীক পুরস্কার পান কত জন – ৪২৬ জন। মোট – ৬৭৬ জন।
 • বাংলাদেশের বীর শ্রেষ্ঠ কত জন তাদের নাম ও পদবি কি –

১. শহীদ সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান।

২. শহীদ সিপাহী মুহাম্মদ মোস্তফা কামাল।

৩. শহীদ ল্যান্স নায়েক নূর মুহম্মদ।

৪. শহীদ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রব।

৫. শহীদ ইঞ্জিনরুম আর্টিফিসার মোঃ রুহুল আমনি।

৬. শহীদ ফ্লাইট লেফটেনেন্ট মোঃ মতিউর রহমান।

৭. শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর।

Ashikul Islam

Hello This is Ashikul Islam. I'm a civil engineer but it's not my profession. Amazingly I'm a Graphic Designer . I'm working in this profession for 5 long years and earning my bread and butter from this by freelancing. Yes designing is in my blood and I love create something new with my imagination. You know something, Do what you love Love what you do. Stay strong stay Blessed. Ashikul Islam Not a Civil Engineer Proudly a Graphic Designer.

Previous Post
Next Post
৯ম-১০ম শ...
0 Comments
Leave a Reply