
ইমাম মাহদীর আত্মপ্রকাশ
কেয়ামতের ছোট ছোট আলামত প্রায় সব প্রকাশিত হয়ে গেছে। কেয়মতের বড় ও চূড়ান্ত আলামত হলো – যে সকল আলামত ইমাম মাহদীর আবির্ভাবের পর থেকে শিঙ্গায় ফুঁৎকার দেয়া পর্যন্ত সময়ের মধ্যে প্রকাশ পাবে।নবী কারীম (সাঃ) থেকে বর্নীত, সে সময় মুসলমানেরা ইমাম মাহদীর খোঁজে থাকবে; যাতে তাঁর সাহায্যে সকল মুসিবত থেকে রক্ষা পাওয়া যায় এবং শত্রুর কবল থেকে মুক্তি লাভ করা যায়।
ইমাম মাহদী তখন মদীনা মুনাওয়ারায় অবস্থান করবেন। মানুষ তাঁর কাধে এই মহান দায়িত্তের বোঝা চাপিয়ে দিতে পারে, এ ভয়ে তিনি মক্কায় চলে যাবেন। সে যুগের অলি-আবদালরা তাঁর অনুসন্ধান করতে থাকবে। এ সুযোগে অনেকে মাহদী হওয়ার মিথ্যা দাবি করবে।
ইমাম মাহদীর আত্মপ্রকাশ যেভাবে হবে:
ইমাম মাহদী যখন রুকনে ইয়ামানী ও মাকামে ইব্রাহীমের মাঝ দিয়ে বাইতুল্লাহর তাওয়াফ করতে থাকবেন, তখন একদল লোক তাকে চিনে ফেলবে এবং তাঁর অনিচ্ছা থাকা সত্ত্বেও জোর করে তাঁর হাতে বায়াত গ্রহন করবে। এ ঘটনার আলামত হলো- এর পুর্বের রমজান মাসে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ হবে আর বায়াআতের সময় আকাশ থেকে একটি ঘোষনা শোনা যাবে- “ইনি আল্লাহর খলিফা মাহদ। সুতরাং তোমরা তাঁর কথা শ্রবণ করো এবং তাঁর আনুগত্য করো।”
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ
الْمَهْدِيُّ مِنِّي أَجْلَى الْجَبْهَةِ أَقْنَى الْأَنْفِ يَمْلَأُ الْأَرْضَ قِسْطًا وَعَدْلًا كَمَا مُلِئَتْ جَوْرًا وَظُلْمًا يَمْلِكُ سَبْعَ سِنِينَ
‘‘মাহদী আসবেন আমার বংশধর হতে। তাঁর কপাল হবে উজ্জল এবং নাক হবে উঁচু। পৃথিবী হতে যুলুম-নির্যাতন দূর করে দিয়ে ন্যায়-ইনসাফ দ্বারা তা ভরে দিবেন। সাত বছর পর্যন্ত তিনি রাজত্ব করবেন’’। – আবু দাউদ, অধ্যায়ঃ কিতাবুল মাহদী, সহীহুল জামে আস্ সাগীর, হাদীছ নং- ৬৬১২।
উম্মে সালামা (রাঃ) বলেনঃ ‘‘আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছিঃ মাহদীর আগমণ হবে আমার পরিবারের ফাতেমার বংশধর হতে’’।- আবু দাউদ ও ইবনে মাজাহ। ইমাম আলবানী (রঃ) সহীহ বলেছেন। সহীহুল জামেউ, হাদীছ নং- ৬৬১২।
ইমাম মাহদী সাইয়েদ ও হযরত ফাতে রা. এর বংশধর হবেন। তাঁর গঠন-প্রকৃতি কিছুটা লম্বা হবে। শরীর মজবুত, গায়ের রঙ ফর্সা এবং চেহারা রাসূল সা. এর চেহারার সঙ্গে সাদৃশ্যপূর্ণ হবে। এমনকি তাঁর স্বভাব-চরিত্রও রাসূল সা. এর স্বভাব-চরত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। তাঁর নাম হবে মুহাম্মদ, পিতার নাম আবুদল্লাহ এবং মাতার নাম আমেনা হবে। তাঁর মুখে কিছুটা জড়তা থাকবে, যে কারনে তিনি কখনও কখনো হতাশায় রানের উপর হাত মারবেন।ইমাম মাহদী ‘ইলমে লাদুন্নী’ খোদাপ্রদত্ত জ্ঞানের অধিকারী হবেন। বায়আতের সময় তাঁর বয়স হবে ৪০ বছর।
আরও আসবে…..